Friday, July 24, 2015

আমি কিছুই ভুলিনিরে

ওরে নারে আমি কিচ্ছু

ভুলিনিরে পইপই করে সবগুলো দিন

আমি বাধিয়ে রেখেছি হৃদয়ের

ফ্রেমে......

আমি কিচ্ছু

ভুলিনিরে প্রায়শই সেই

দিনগুলো উল্টে উল্টে পুরোনো সুখের

স্মৃতি চোখের সামনে এনে এখনও

হাসিরে.......

নারে,ওরে আমি কিচ্ছু

ভুলিনিরে দুখের

স্মৃতি ভেবে ভেবে এখনও কাঁদিরে,

সেই উন্মত্ত প্রেমের শুরু

থেকে শেষ,আমি কিছুই ভুলিনিরে

তোর উন্মাদনায় নিজেকে বিলীন

করে দিয়ে,নিঃস্ব

হয়ে ফিরেছি ঘরে......
আমি কিছুই ভুলিনিরে
আমি কিছুই ভুলিনিরে

হয়েছিনু নিশাচর,কত জেগেছি প্রহর।

চায়নি ফিরে সে,আমিও আর

ডাকিনি তারে-আশাতে মগ্ন ছিলাম

বুঝি সে একদিন আসবে ফিরে-

ওরে নারে,সে আসেনিরে......

ব্যথাতুর হৃদয়ে আজও তার আনাগোনা,ছল

করে ভুলতে চেয়েছি তারে বহুবারও-

পারিনি আমি একবারও.......

হয়তো চাইলেই পারতাম ভুলে যেতে-

আমিই চাইনি ভুলতে।

করে গেছি কত শত

বন্দনা,বিনিময়ে পেয়েছি কেবলই

সান্ত্বনা-আজও আমি তারেই

চাইরে কারণ,আমি কিছুই ভুলিনিরে...

অস্থির মন-শুধু শিহরণ

দিন পালটায়, রং বদলায়, অস্থির মন,
হাতের মুঠোয়, ফেরার সময়, শুধু শিহরণ,
ছায়া পথ ধরে হাত ছানিটার, সেই পিছুটান,
কার কথা মনে পড়ে, তার কথা মনে পড়ে.........
দিন পালটায়, রং বদলায়, অস্থির মন,
হাতের মুঠোয়, ফেরার সময়, শুধু শিহরণ,
ছায়া পথ ধরে হাত ছানিটার, সেই পিছুটান,
কার কথা মনে পড়ে, তার কথা মনে পড়ে.........

অস্থির মন-শুধু শিহরণ
অস্থির মন-শুধু শিহরণ


রাত জাগা পাখি, যায় ডেকে যায়, দীর্ঘ শ্বাস,
জোনাকিরা জলে, গাছের পাতায়, আলোর আভাস,
রাত জাগা পাখি, যায় ডেকে যায়, দীর্ঘ শ্বাস,
জোনাকিরা জলে, গাছের পাতায়, আলোর আভাস,
পাশে পড়ে থাকা, কবিতার পাতা, নীলচে আকাশ,
কলমের রং গুড়ো গুড়ো হয়, স্বব্ধ বাতাস,